নৈশ্যপ্রহরী এখন মেয়র!
প্রকাশের সময় : 2021-03-03 13:52:47 | প্রকাশক : Administration
সাইদুর রহমান, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালার বাসিন্দা পেশায় একটি কলেজের নৈশ্যপ্রহরী। কর্মস্থল থেকে ১৫ দিনের ছুটি নিয়ে মুণ্ডুমালা পৌরসভার নির্বাচনে অংশ নেন তিনি। তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটের আগে বড় কয়েকটি বাধা পার হতে হয়েছে তাকে। সব বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন মেয়র পদে।
নির্বাচন করার আগে মুণ্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের নৈশ্যপ্রহরী সাইদুর রহমান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে তাকে নির্বাচন না করার জন্য বলা হয়। যে কারণে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
নির্বাচন করবেনই জানার পর দল থেকে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান অনুষ্ঠিত ভোটের ফলাফল প্রকাশ করেন। মুণ্ডুমালা পৌরসভার নির্বাচিত মেয়র পদে সাইদুর রহমান জগ প্রতীকে ৫ হাজার ৪৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আমির হোসেন আমিনকে ৬১ ভোটে হারিয়েছেন তিনি। আমিন পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। বিএনপির প্রার্থী ফিরোজ কবির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮১ ভোট। নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান পেশায় সামান্য নৈশ্যপ্রহরী।
কিন্তু মানুষের জন্য তার ভালোবাসা অফুরন্ত। তার উজ্জ্বল দৃষ্টান্ত করোনাকালে এলাকার মানুষের পাশে থাকা ও তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়া। যতটুকু পেরেছেন সাধ্যমতো এলাকার মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছেন। তাই মানুষ ভালোবেসে তাকে পৌর মেয়র করেছে। সাইদুর রহমান জনগনের গ্রহণযোগ্যতার প্রতি কৃতজ্ঞ। - সূত্র: অনলাইন