এবার নকল সূর্য বানালো চীন

প্রকাশের সময় : 2021-05-05 14:16:53 | প্রকাশক : Administration
এবার নকল সূর্য বানালো চীন

আমাদের সৌরজগতের শক্তির একমাত্র উৎস সূর্যের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। সব কাজের কাজী চীন তৈরি করেছে নকল সূর্য, যার তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস!

চীনের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স নামের একটি সংস্থা নির্মাণ করেছে এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাকটিং টোকামাক (ঊঅঝঞ) নামের একটি ডিভাইস। নক্ষত্র যে বিক্রিয়া থেকে শক্তি উৎপাদন করে সেই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় উৎপাদিত শক্তিকে কাজে লাগাতে সক্ষম এই ‘ইস্ট’ ডিভাইস। সূর্য থেকে আসা শক্তিকে সবচেয়ে ‘ক্লিন এনার্জি’ হিসেবে ধরা হয়। তাই ভবিষ্যতের এ ক্লিন এনার্জির উৎস হিসেবে চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন ‘নকল সূর্য’।

‘ইস্ট’ আসলে একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর, যেখানে ম্যাগনেটিক কনফাইনমেট ফিউশন বিক্রিয়া চলে। এ ডিভাইসে ফিউশন বিক্রিয়াকে নিয়ন্ত্রণে রেখে উচ্চ তাপমাত্রা উৎপাদন করা হয় এবং একই সঙ্গে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণেও রাখা হয়। ডিভাইসটিকে চালু রাখতে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার ডলার ব্যয় হচ্ছে বলে জানা গেছে। নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায়  দুটি হাল্কা পরমাণুর নিউক্লিয়াস এক হয়ে একটি ভারী নিউক্লিয়াসের পরমাণু তৈরি হয়। সঙ্গে উৎপাদিত হয় বিপুল পরিমাণ শক্তি। এ বিক্রিয়া শুরু করতে প্রয়োজন হয় ১ কোটি কেলভিনের কাছাকাছি উচ্চতাপমাত্রার। একবার শুরু হয়ে গেলে এ বিক্রিয়া নিজে থেকেই চলমান থাকে আর বিক্রিয়ার স্থানে সৃষ্টি হয় প্লাজমা অবস্থার। পদার্থের এ অবস্থায় মুক্ত ইলেকট্রন ও ধনাত্মক আয়ন সমান সংখ্যায় একসঙ্গে অবস্থান করে। কঠিন, তরল ও বায়বীয় অবস্থার পর প্লাজমাকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। আর সব নক্ষত্রের মতো আমাদের সূর্যে প্লাজমা অবস্থা বিরাজমান।

চীনে এর আগে নকল চাঁদ বসানোর খবর পাওয়া গেছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু শহরের আকাশে উঠবে এটি। আসলে একটি স্যাটেলাইট প্রায় ৫০ বর্গমাইল এলাকাজুড়ে সূর্যের আলো প্রতিফলিত করবে বিশাল আকৃতির আয়না দিয়ে। নকল এই চাঁদ দেখা যাবে আশপাশের দেশ থেকেও। স্যাটেলাইটটি কক্ষপথে বসানোর কথা ছিল ২০২০ সাল নাগাদ। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com