জোকস্

প্রকাশের সময় : 2018-07-13 12:27:20 | প্রকাশক : Admin

জোকস্

জলদি রুটি বানিয়ে ফেলোঃ 

স্বামীঃ আমার খুব ক্ষুধা পেয়েছে।

স্ত্রীঃ আমি আজকে ভীষণ অসুস্থ।

স্বামীঃ তাই নাকি! আমি আরও ভাবলাম, তোমাকে নিয়ে আজ কেএফসিতে বার্গার খাবো।

স্ত্রীঃ আরে বোকা, আমি তো দুষ্টুমি করছিলাম।

স্বামীঃ আরে পাগলি, তুমি কী মনে করেছো? আমি দুষ্টুমি করতে জানি না? যাও জলদি রুটি বানিয়ে ফেলো। আমার খুব ক্ষুধা পেয়েছে...!!!!!

উঠবে এবং পড়বেঃ

সেন্টু মদ খেয়ে দোতলা থেকে জানালা দিয়ে প্রস্রাব করছে।

বল্টুঃ  আরে তোর প্রস্রাব বেয়ে তো চোর উঠে যাবে।

 সেন্টুঃ আমি কি তোর মত বলদ নাকি? আমি তো ছেড়ে ছেড়ে প্রস্রাব করছি। চোর উঠবে আর পড়ে যাবে।

বল্টুঃ তাহলে আমি আগে চেষ্টা করে দেখি। উঠি আর পড়ি কিনা?..!!

 

স্ত্রী মাথা ফাটিয়ে দিয়েছেঃ

 

এক ভদ্রলোক থানায় গেছেন। মাথা ফেটে রক্ত পড়ছে।

পুলিশঃ কী হয়েছে?

লোকঃ আমার স্ত্রী মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।

পুলিশঃ কেন?

লোকঃ আমার শ্বশুড়-শাশুড়ি এসেছেন। বউ বলেছিল তাদের জন্য কিছু নিয়ে আসতে।

পুলিশঃ তারপর?

লোকঃ আমি ট্যাক্সি ডেকে এনেছিলাম।!!!

 

দামি জিনিসঃ

 

নতুন জামাই শ্বশুরবাড়ি যাবে। যাওয়ার সময় একটি দামি সেভিং ক্রিম নিয়ে গেল। শালার হাতে দিতেই সে হাতের তালুতে করে খেতে লাগল। নতুন জামাই শ্বশুরকে বিষয়টি জানালো। শ্বশুর জামাইয়ের কথা শুনে বলল-

শ্বশুরঃ বাবা তুমি কিছু মনে করো না। ও আস্ত একটা গাধা। এত দামি জিনিস কেউ এভাবে নষ্ট করে? ঘরে মুড়ি ছিল, মুড়ি দিয়ে মেখে খেতে পারত।

 

দুই বন্ধুঃ

 

বল্টু পরীক্ষায় ফেল করল। কিন্তু তার কাছে মনে হয় সবগুলো উত্তর ঠিক আছে। দেখা যাক কতটা সঠিক-

প্রশ্নঃ বরকত কোন আন্দোলনে শহীদ হন?

উত্তরঃ তার জীবনের শেষ আন্দোলনে।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন

করা হয়?

উত্তরঃ কবরস্থানে।

প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে কত জন শহীদ হন?

উত্তরঃ পাকিস্তানী বাহিনী যত জনকে

হত্যা করেন।

প্রশ্নঃ শহীদ মিনার কোথায় অবস্থিত?

উত্তরঃ যেখানে নির্মাণ করা হয়েছে।

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি কে?

উত্তরঃ যার কাছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে।

সংগ্রহেঃ মোঃ রোমেল হোসাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com