কোভিড নিয়ে কবিতা, আর না আর না

প্রকাশের সময় : 2021-05-05 14:35:07 | প্রকাশক : Administration
কোভিড নিয়ে কবিতা, আর না আর না

কোভিড নিয়ে কবিতা, আর না আর না

মোঃ খলিলুর রহমান

 

ছন্দ কিংবা গল্প, কিংবা গদ্য আরো যত রম্য রচনা

কৌতুক করে কেউ বলে ঘরে থাকেন, খবরদার মোটেই বাইরে না

সত্যি, হৃদয় বিদারক, বলতে আসে অঝোর কান্না।

৪লক্ষ প্রাণ গেল চোখের সামনে সময় গেল মাত্র ১৮০দিন

হিসাবটা কি শুধুই পরিসংখ্যান; দিনের শেষে শুনি প্রতিদিন?

কারো পিতা, কারো মাতা, কারো মা, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন, কারো প্রেমিক, কারো প্রেমিকা, কারো স্বামী, কারো স্ত্রী, কারো নানা, কারো নানী

কারো প্রতিবেশী, নামি দামী যত মৃত্যু দিয়ে গেল অমোঘ বানী।

চিনে রাখ বাংলাদেশী, উহান বাসী কিম্বা বিশ্ববাসী

যে নামেই ডাক আমায়, রক্ষা নাই যদি আবার আসি।

শক্তিমান যতই ভাব, কর যতই লাফা লাফি

দেখলে তো? কোন কাজেই আসলো কি হায়, যত অস্ত্রপাতি?

তোমার পাপেই তুমি মর, স্বাস্থ্য সেবা তুচ্ছ কর

দরজা বন্ধ, মুখ বন্ধ, কাছের মানুষ দূরে রাখ, না খেয়ে সবাই মর।

হুঁশ কি হবে এবার তোমার, রেডি রাখ ডাক্তার, নার্স হাসপাতাল আর চিকিৎসা সরঞ্জাম

দোয়া কালাম, তাবিজ কবজ, লেকচার, আর দোষাদুষি এবং বাহাদূরী হবে সব তামাম।

আমি এক ভাইরাস, সমস্বরে গাঁও কোরাস

জন্ম আমার উহান   

সবদেশ ঘুরে, আছি বাংলাদেশে, পাকিস্তান ও হিন্দুস্তান।

বিদায় বলব আর ও পরে, মৃত্যু ঝুলি পূর্ন করে।

মাফ চাও দু’হাত তুলে, দোয়া চাও প্রাণ খুলে।

হে আল্ল−াহ, যিশু, বুদ্ধ এবং ভগবান

করোনার হাত থেকে আমাদেরকে বাঁচান - বাঁচান!!!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com