যদিও অকালে গিয়েছে ঝরে

প্রকাশের সময় : 2021-06-09 14:30:57 | প্রকাশক : Administration
যদিও অকালে গিয়েছে ঝরে

যদিও অকালে গিয়েছে ঝরে

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

পরাধীনতার গ্লানি মুছে গেছে,

কেটেছে বাংলার ভাগ্যকাশে দুর্বিষহ অন্ধকার

স্বপ্নের পৃথিবী আলোকিত করে উঠেছে নতুন সূর্য

আপন ঠিকানায় এসেছো ফিরে হে বিজয়ী অবতার।

 

নির্লোভ দেশপ্রেম মোহনীয় ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা,

মানুষের মুখে হাসি ফোটানোর অদম্য চেষ্টা,

তোমার কর্মপ্রীতি, তোমার স্বপ্ন, বর্ণিল বাসনা

সবকিছুতেই তুমি অসাধারণ, ছিলনা তোমার তুলনা।

 

তোমার নিরলস প্রচেষ্টায় ছুঁয়েছো স্বপ্নের আকাশ

প্রতিটি অঙ্গনেই বইছে প্রগতির সুবাতাস,

গঠন পূণঃগঠন কর্মযজ্ঞে মুখরিত দেশ

পরাশক্তি বলে, “তলাবিহীন ঝুড়ি” সমস্যার নেই শেষ।

 

চারিদিকে যখন উন্নয়নের ধারা চলমান

বিশ্বাসের দেয়াল ভেঙ্গে কুটি লতার ঘূর্ণিপাকে

অশুভ শক্তির কালো হাতের নিঠুর থাবায়

সহসাই গিয়েছো ঝরে না ফেরার অনন্তলোকে।

 

ওরা ভাবেনি বিমূর্ত মুজিব হবে অবিনাশী শক্তি

প্রস্ফুটিত গোলাপ, যার সুবাসে ধন্য বাংলার ধরিত্রী,

যদিও গিয়েছো ঝরে আছো ফুটে অন্তরের অন্তরে

ঝরে গিয়ে হয়েছো অমর-চেতনার গিরি নির্ঝরে।

 

রাজনীতির অমসৃণ বন্ধুর পথে তোমারই উত্তরসূরী

তোমারই স্বপ্নের পথ বেয়ে চলেছে অটল, অবিচল,

“মানবতার মমতাময়ী মা” ক্ষমতাধর এক নির্ভীক নারী

তুমি নেপথ্য শক্তির উৎসমুখ, তুমি দিশারী।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com