মাস্ক দিয়ে তৈরি পোশাকে বিয়ে করলেন কণে

প্রকাশের সময় : 2021-08-25 15:42:52 | প্রকাশক : Administration
মাস্ক দিয়ে তৈরি পোশাকে বিয়ে করলেন কণে

করোনাভাইরাসের বিপর্যস্ত বিশ্বে মাস্ক, পিপিই কিট এর ব্যবহার যেমন বেড়েছে তেমনি পাল্ল−া দিয়ে বেড়েছে এ সংক্রান্ত বর্জ্যও। ফেলে দেওয়া মাস্ক, পিপিই কিট নিয়ে কি করা হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে। যদি কোনও ভাবে সেগুলিকে অন্য কোনও কাজে ব্যবহার করা হয়, তাহলে মন্দ কি?

তেমনই এক কান্ড ঘটিয়েছেন লন্ডনের পোশাক ডিজাইনার। লন্ডনে বিয়ের অনুষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিবাহ অনুষ্ঠান হয়েছে, সেখানেই কনে পরেছেন ১ হাজার ৫০০ মাস্ক দিয়ে তৈরি গাউন।

এছাড়া গাউনের ভেতরের দিকে তিনি ব্যবহার করেছেন প্লাস্টিক পিপিই কিট।

“হিচড” নামক একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর সুযোগ পান ডিজাইনার টম সিলভারউড।

লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেখানেই কনে পরেছেন এই মাস্কের তৈরি গাউন। ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।

সংস্থার সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, “ব্রিটেনে বিয়ের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com