জোকস্
প্রকাশের সময় : 2021-11-03 12:58:47 | প্রকাশক : Administration

সংগ্রহে: ইসমাইল হোসেন
ভিড় ঠেলে ছবি তোলার উপায়ঃ
হরিপদ একদিন হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন, এক জায়গায় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল, হতাহতের ঘটনাও ঘটেছে। হরিপদ ভাবলেন, দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু ছবি না তুললেই নয়।
হরিপদ: একটু সরে যান, সরে যান।
জনগণ: আরে ভাই ঠেলছেন কেন?
হরিপদ: আমি টিকটকার, আমাকে সামনে যেতে দিন।
হরিপদের কোনো কথায়ই কাজ হচ্ছে না। লোকজনের ভিড় ঠেলে ঘটনাস্থলের কাছাকাছি যাওয়াই দায়। তাই ফন্দি আঁটলেন হরিপদ,
হরিপদ: দেখি ভাই, আমাকে একটু সামনে যেতে দিন। যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন। একটু সামনে যেতে দিন।
জনগণ: কি বলেন ভাই, সত্যি?
হরিপদ: হ্যাঁ হ্যাঁ, দেখি সরুন।
হরিপদকে জায়গা করে দিলো লোকজন। তিনি সামনে গিয়ে দেখলেন, দুটো ছাগল মরে পড়ে আছে!
স্ত্রী হারানো বিজ্ঞপ্তিঃ
স্ত্রী হারিয়ে যাওয়ায় এক লোক থানায় গেছে।
পুলিশ: আপনার স্ত্রীর কোনো ছবি এনেছেন?
ভদ্রলোক: জি না স্যার, ছবি তো আনি নাই। তাড়াহুড়া করে চলে আসায় ভুলে গেছি।
পুলিশ: আচ্ছা, তাহলে তিনি দেখতে কেমন বিস্তারিত এই কাগজে বর্ণনা করে লিখে দিন।
ভদ্রলোক: লিখতে পারি, কিন্তু এক শর্তে!
পুলিশ: বলুন!
ভদ্রলোক: আমার স্ত্রীকে খুঁজে পাওয়ার পর এই কাগজ তাকে কোনোভাবেই দেখানো যাবে না।
পুলিশ: কেন বলুন তো?
ভদ্রলোক: আমার চোখে সে এখন যেমন দেখতে তা সে জানতে পারলে আমার নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া লাগতে পারে।
বক্তব্য শুনে ঘুমের জন্য ধন্যবাদঃ
একটানা বক্তব্য শেষে বক্তা বললেন-
বক্তা: আশা করি, আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ।
শ্রোতা: ভালো কি মন্দ জানি না, তারপরও আপনাকে ধন্যবাদ দিতে হয়।
বক্তা: কেন?
শ্রোতা: একটা ভালো ঘুমের বিনিময়ে একটা ধন্যবাদ তো পেতেই পারেন!
ধূমপানের অপকারিতাঃ
এক লোক গ্রামের সব ধূমপায়ীকে একত্র করলেন ধূমপানের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ওই জারে কয়েকটা মশা ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর সব মশা মারা গেল। তারপর তিনি সবাইকে বললেন:-
লোক: এ থেকে আপনারা কী শিখলেন?
ধূমপায়ী: এ থেকে আমরা শিখলাম, মশার কয়েলের পরিবর্তে সিগারেট ব্যবহার করা উচিত।
