ডিজেলচালিত ৫ শতাংশের জন্য সব বাসের ভাড়া বাড়ছে ২৭ শতাংশ?

প্রকাশের সময় : 2021-11-17 15:47:51 | প্রকাশক : Administration
ডিজেলচালিত ৫ শতাংশের জন্য  সব বাসের ভাড়া বাড়ছে ২৭ শতাংশ?

পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর হিসাবে ঢাকায় বর্তমানে চলাচলরত বাস-মিনিবাসের সংখ্যা কম-বেশি পাঁচ হাজার। আর চলাচল করা বাস-মিনিবাসের ৯৫ শতাংশই জ্বালানি হিসেবে ব্যবহার করে সিএনজি। ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ভাড়া প্রায় ২৭ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা বলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে ডিজেল আর সিএনজিতে চলাচল করা বাসগুলো কিভাবে আলাদাভাবে শনাক্ত করা হবে, তার স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিআরটিএর কর্মকর্তারা। পরিবহন-সংশ্লি−ষ্টরা বলছেন, এর মাধ্যমে সিএনজিচালিত সব বাস নতুন ভাড়া কার্যকরের সুযোগ পেতে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে, ঢাকায় বর্তমানে যত বাস চলাচল করে, তার ৯৫ শতাংশই জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করে। ডিজেলে চলে মাত্র ৫ শতাংশ বাস। বন্দরনগরী চট্টগ্রামেও কম-বেশি একই হারে সিএনজিচালিত বাস চলাচল করে। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বগুড়াসহ অনেক দূরপাল্লার বাস বর্তমানে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করছে। ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বৃদ্ধি করায় সিএনজিচালিত এসব বাস মালিকদেরও ভাড়া বাড়ানোর সুযোগ দেয়া হলো বলে মনে করছে সংগঠনটি।

তবে যাত্রী কল্যাণ সমিতির তথ্যের সঙ্গে একমত নন বিআরটিএর কর্মকর্তারা। সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, সারা দেশে যত বাস চলে তার মধ্যে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করে মাত্র ১-২ শতাংশ বাস। বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাও। তিনি  বলেন, বাংলাদেশে যতগুলো বাস জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করে, তার কোনোটাই সিএনজিচালিত বাস হিসেবে আমদানি করা হয়নি। পরবর্তী সময়ে সেগুলো সিএনজিতে রূপান্তর করা হয়েছে। এসব বাস ব্যবহার করতে গিয়ে দেখেছি, ছয় মাস যেতে না যেতেই ইঞ্জিন বিকল হয়ে যায়। রক্ষণাবেক্ষণ খরচ বেশি হওয়ায় মালিকরা আর বাসের জ্বালানি ব্যবস্থা সিএনজিতে রূপান্তর করছেন না। সিএনজিচালিত বাস বর্তমানে দেশে খুব বেশি নেই।

তিনি আরো বলেন, তেলের দাম বাড়ল, এতে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হলো। কিন্তু গত আট বছরে তো সিএনজিচালিত বাসের ভাড়া বাড়েনি। কিন্তু এই সময়ে এসব বাসের পরিচালন খরচ তো বেড়েছে। তাই আমি মনে করি সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো নিয়েও সিদ্ধান্ত হওয়া উচিত।

তবে নতুন ভাড়া কেবল ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই ভাড়া কেবল ডিজেলচালিত বাসগুলো আদায় করতে পারবে। সিএনজিচালিত বাসের ভাড়া ১ পয়সাও বাড়বে না।

কোন বাস সিএনজিতে চলে আর কোন বাস ডিজেলে চলে তা শনাক্ত কীভাবে করা হবে এমন প্রশ্নে তিনি আরো বলেন, প্রথমত আমরা পরিবহন মালিকদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি নতুন ভাড়া কেবল ডিজেলচালিত বাসের জন্য। তার পরও যদি কোনো সিএনজিচালিত বাস নতুন ভাড়া কার্যকর করে, তাহলে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি তদারক করবে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com