সেই ছেলেটি

প্রকাশের সময় : 2021-12-16 08:47:52 | প্রকাশক : Administration
সেই ছেলেটি

সেই ছেলেটি

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

সুজলা, সুফলা, শস্য শ্যামলা

হারিয়ে যাওয়া এই বাংলা,

এল ভিনদেশী এক কুচক্রী দল

মদদ দিল মাতৃভূমির কপট কুট-মহল

এদের হীন চক্রান্তে ২৩ জুন ১৭৫৭- তে

স্বাধীনতার সূর্য ডুবে আঁধার নামে বাংলাতে।

 

শুরু হয় বিদেশী শাসন, শোষণ, অনাচার

অবিচার আর অত্যাচারের নেই শুমার,

রাজা যায় রাজা আসে

সুখ আসে না এই দেশে,

সাম্প্রদায়িক সম্প্রীতি, অভেদ ধর্ম জাতি

বিদায় নিলে, গজিয়ে উঠে বিভাজনের রাজনীতি।

 

মঙ্গলপান্ডে, মজনুশাহ, সুবাস, ক্ষুদিরাম

জীবন দিল তীতুমীর আরও কত না-জানা নাম,

ভাগ্যাহত এদের লড়াই হয়নি তখন সফল,

চলেছে প্রায় ২০০ বছর জেল জুলুমের যাঁতাকল।

এরই মাঝে ১৭ মার্চ, ১৯২০, এক শুভ মুহূর্তে,

জন্ম নিল এক দামাল ছেলে টুংগিপাড়ার পল্লীতে।

 

সেই ছেলেটি কালক্রমে হলেন শেখ মুজিব,

বঙ্গবন্ধু, জাতির জনক, হৃদয়ে সে চিরঞ্জীব

৭১-এ তাঁর নেতৃত্বে পেলাম হারানো দেশ।

আমৃত্যু যাঁর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ

আমরা কত অকৃতজ্ঞ দেইনি প্রতিদান

বিনিময়ে হলাম ঘাতক নিমকহারাম, বেঈমান।

                       

                              ০২ নভেম্বর ২০২১

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com