শহর দেখতে মানুষের মতো

প্রকাশের সময় : 2022-02-23 12:37:24 | প্রকাশক : Administration
শহর দেখতে মানুষের মতো

শহরটির নাম সেঞ্চুরিপ। এটি ইউরোপের দেশ ইতালির এন্না প্রদেশের সিসিলি এলাকার একটি ছোট্ট শহর। এটনা পাহাড়ে ঘেরা এই ছোট শহরটি অত্যাশ্চর্য দৃশ্যের জন্য “সিসিলির ব্যালকনি” নামে পরিচিত।

তবে খুব কম মানুষই জানে, এটি দেখতে অবিকল একজন মানুষের মতো।

সম্প্রতি ৩২ বছর বয়সী ফটোগ্রাফার পিও আন্দ্রেয়া পেরির ড্রোন ক্যামেরায় ধরা পড়ে শহরটির এই দৃশ্য।

পিও আন্দ্রেয়া পেরি প্রথমে বিষয়টি আবিষ্কার করেন গুগল আর্থে। সেখানে তিনি দেখতে পান শহরটি যেন একটু অন্যরকম আকৃতির। তার কাছে শহরটির আকৃতি অস্বাভাবিক লাগছিল। তাই তিনি তার ড্রোনটি নিয়ে এটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

এরপর তিনি ড্রোনের মনিটরে শহরের দৃশ্য দেখে অবাক। তখন তিনি ড্রোন ক্যামেরায় কয়েকটি ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে সঙ্গে ছবিগুলো নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ডান কোণ থেকে, সেঞ্চুরিপ শহরটিকে যেন দুই হাত ও পা ছড়িয়ে থাকা ব্যক্তির আকৃতির মতো দেখায়। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com