প্রতিদিন গরম পানি পানে উপকারিতা

প্রকাশের সময় : 2022-03-23 10:04:50 | প্রকাশক : Administration
প্রতিদিন গরম পানি পানে উপকারিতা

প্রতিদিন অল্প মাত্রায় গরম পানি পান করতে পারেন যে কেউ। তাতে বহু উপকার রয়েছে শরীরের।

কোন কোন সমস্যা কমাতে গরম পানি খাবেনঃ-

১. এখন রোগপ্রতিরোধ শক্তি বাড়ানোর কথা অনেকেই বলছেন। এই কাজে সাহায্য করতে পারে গরম পানি। প্রতিদিন অল্প পরিমাণে গরম পানি পানে শরীর দূষণমুক্ত হয়, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।

২. সর্দি-কাশি-ঠান্ডালাগা লেগেই রয়েছে? প্রতিদিন গরম পানি পান করুন। তাতে এই সমস্যা অনেকটাই কমে যাবে।

৩. কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? কিছুতেই পেট পরিষ্কার হচ্ছে না? আর তাতে লেগেই থাকছে অ্যাসিডিটির সমস্যা? তাহলে অল্প পরিমাণে গরম পানি পান শুরু করুন। তাতে কমবে এই সমস্যা।

৪. চুল শুষ্ক হয়ে যাচ্ছে? মজার কথা হলো, যারা প্রতিদিন অল্প পরিমাণে গরম পানি পান করেন, তাদের এই সমস্যা হয় না। চুল নরম থাকে, আর মাথার তালুরও পুষ্টি হয়।

৫. যারা ঋতুকালীন সমস্যায় প্রচন্ড ভোগেন, পেটে ব্যথা হয়, তারা হালকা করে গরম পানি পান করতে পারেন। তাতে এই ব্যথাও কমে।

৬. শুধু চুলের নয়, হালকা গরম পানি পানে ত্বকেরও উন্নতি হয়। ত্বকে বয়সের ছাপ কম পড়ে, ত্বক উজ্জ্বল হয়।

৭. গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে প্রতিদিন গরম পানি পান করুন। এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যেতে পারে।

৮. প্রতিদিন শরীরে নানা ধরনের দূষিত পদার্থ জমা হয়। এগুলো ওজন বাড়িয়েও দেয়। প্রতিদিন যদি অল্প করে গরম পানি পান করেন, তাহলে এই সমস্যা কমবে। ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে। - সূত্র: অনলাইন

 

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com