জোকস্

প্রকাশের সময় : 2022-03-23 10:07:40 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

ইতিহাস স্যার:

 

সজল তার মাকে বলছে-

সজল: মা, আমার জন্মদিনে বন্ধুদের সঙ্গে আমাদের ইতিহাস স্যারকেও দাওয়াত করো।

মা: কেন?

সজল: ওনার আমার জন্মদিনটা জানা দরকার। আশা করি, এরপর অন্তত উনি আমার জন্মের আগে কী কী ঘটেছিল, এসব প্রশ্ন করবেন না।

 

মশা মারায় ভেঙে গেলো বিয়ে:

 

মনখারাপ করে বসে আছে বল্টু। তার বন্ধু এসে-

বন্ধু: আজ না তোর বিয়ে?

বল্টু: আর বলিসনা, বিয়েটা ভেঙে গেছে!

বন্ধু: কেন, কি হয়েছে?

বল্টু: মশা মেরেছিলাম।

বন্ধু: মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়?

বল্টু: হ্যাঁ, কারণ মশাটা বসেছিলো আমার শ্বশুরের গালে !

 

বাদাম আর স্বামীর মধ্যে পার্থক্য:

 

কয়েকজন বান্ধবী বসে গল্প করছে। এমন সময় এক বান্ধবী অন্যদের বলছে-

এক বান্ধবী: বল তো, বাদাম আর স্বামীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি?

অন্য বান্ধবী: বাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com