ভুলের শিক্ষা আর ভুলগুলো মাথায় রেখে নতুন উদ্যমে বাঁচার নামই ‘জীবন’
প্রকাশের সময় : 2022-05-28 09:19:28 | প্রকাশক : Administration
রীতা রায় মিঠু: প্রতিটি মানুষ জীবনে অজস্র ভুল করে এবং মজার ব্যাপার হলো, ভুল ধরা না পড়লে বোঝা যায় না, কাজটা ভুল ছিলো। কারণ কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় প্রতিটি সিদ্ধান্তই সঠিক মনে হয়। ভুল অনেক রকমের হয়। কম ভুল, বেশি ভুল, অক্ষতিকর ভুল, ক্ষতিকর ভুল। ভুলের মাত্রা থাকে, কিছু ভুলের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কিছু কিছু ভুলে অনেকের জীবন তছনছ হয়ে যায়। তারপরেও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল হওয়া মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। মাঝে মাঝে কাজে ভুল হওয়া ভালো। তাতে ভুল আর শুদ্ধ তফাৎ করা যায় এবং ভুল থেকেই মানুষ শুদ্ধ শিখে। একজনের ভুল নিয়ে অন্যজনে হাসাহাসি করতে পারে, বিদ্রুপ করতে পারে, কান্নাকাটি অথবা হায় মাতম করতে পারে। তাতে যে ভুল করলো তার অপকার ছাড়া উপকার হয় না। যার যার জীবন, তার তার। জীবনে ভুল-শুদ্ধ যাই ঘটুক, তার থেকে শিক্ষা তাকেই নিতে হয়।
জীবন অনেক লম্বা, পুরোপুরি অনিশ্চিত। ভবিষ্যত কল্পনা করা যায়, ভবিষ্যত দেখা যায় না। অনিশ্চিত ভবিষ্যত গড়তে সিদ্ধান্তে হাজারটা পরিবর্তন পরিবর্ধণ চলে আসে। এতো কিছুর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল, তা মানুষ আগেভাগে বলতে পারে না, সময়ই তা বলে দেয়। অজস্র ভুল হতে পারে ভেবে তো আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। জীবন চলার পথে মৃত্যুর আগে থেমে যাওয়াও সম্ভব নয়। ভুল-শুদ্ধ মেনে নিয়েই জীবনের পথ পাড়ি দিতে হয়। লম্বা জীবনে একবার ভুল হবে দশবার ভুল হবে, শুধু খেয়াল রাখতে হবে এক ভুল যেন দ্বিতীয়বার না হয়। এটাই ভুলের শিক্ষা আর ভুলগুলো মাথায় রেখে নতুন উদ্যমে বাঁচার নামই ‘জীবন’। - ফেসবুক থেকে