তোমাকেই বলছি তাসলিমা রফিক

প্রকাশের সময় : 2018-08-29 21:21:08 | প্রকাশক : Admin

তোমাকেই বলছি তাসলিমা রফিক

শহীদ হয়েও তুমি

বাংলা করেছো  আমাদের দান

জাতির পিতা মহান নেতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তোমারে দেখেছি বাংলার মাঝে

শিখেছি বর্ণমালার কাছে

তুমিই যে ছিলে বাংলার সম্মান।

কৃষকের হাসিতে তুমি

রাখালের বাঁশিতে তুমি

দিয়েছ  সুরের প্রাণ।

নবজাতকের ভাষা তুমি

মায়ের দোয়ার আঁচলে তুমি

কিশোর-কিশোরীর নব জাগরণে তুমি

বাবার জায়নামাযের দোয়াতেও তুমি

পেয়েছো যে স্থান।

কবির কাব্যে তুমি

শিল্পীর গানের ছন্দে তুমি

দিয়েছো সুরের তাল

সাগরের ঢেউয়ে তুমি

নদীর হাওয়ায় তুমি

তুলেছ নৌকার পাল।

বাংলার আকাশ বাতাস জুড়িয়া আছে

তোমার জ্ঞান বিজ্ঞান

ফুলের সুবাসে মিশিয়া আছে

তোমার স্নেহের ঘ্রাণ।

যতদিন রবে বাংলার হাসি

নদী,সাগর বহমান

ভূলবেনা তোমায় এই বাঙ্গালী

জানাবে শত কোটি শ্রদ্ধা আর

লক্ষ কোটি  সালাম।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com