দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে ভাল

প্রকাশের সময় : 2022-08-03 16:19:02 | প্রকাশক : Administration
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে ভাল

বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতি-বিষয়ক জাপানী পত্রিকা নিক্কেই বলেছে, দক্ষিণ এশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ একটি ব্যতিক্রম। সম্প্রতি “Beyond Sri Lanka, economic cyclone bears down on South Asia”, সম্প্রতি শীর্ষক প্রতিবেদনে নিক্কেই তুলে ধরেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি।

রিপোর্টে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলো মূল্যস্ফীতি, উচ্চ সুদহার ও মুদ্রার অবচয় সংকটের মুখোমুখি। অথচ এর মধ্যে বাংলাদেশের নিজেদের অবস্থান ঠিক রেখে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সাফল্যের সঙ্গে রিজার্ভের শক্ত অবস্থান ধরে রেখেছে। বৈদেশিক ঋণ পরিশোধে আরো টেকসই অবস্থানে গেছে দেশটি, যা সম্ভব হয়েছে দৃঢ় সিদ্ধান্তের কারণে।

পত্রিকাটির মূল্যায়ন, বাংলাদেশ রাজস্ব আদায়ের সুষম গতি ধরে রাখতে পেরেছে। করোনার প্রথম দুই ধাক্কার মধ্যেও খুব কড়াকড়ি আরোপ করেনি দেশটি। যথাদ্রুত মানুষকে কাজে ফিরিয়ে আনার মাধ্যমেও দেশটি লাভবান হয়েছে। সতর্ক আর্থিক ব্যবস্থাপনার কারণেই কোভিড-বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করতে পেরেছে বাংলাদেশ।

নিক্কেই বলেছে, মালদ্বীপের অর্থনীতি রয়েছে নাজুক অবস্থায়। শ্রীলঙ্কায় স্বাধীনতা পর থেকে সবচেয়ে বড়ো অর্থনৈতিক সংকটের কারণে সরকারই বদলে যাচ্ছে। পাকিস্তানও সেই পথে। এতোসব সংকটের মধ্যে বাংলাদেশ শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ায় নিজেকে ব্যতিক্রম হিসেবে প্রতিষ্ঠা করেছে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com