এক অন্যরকম ভালোবাসা

প্রকাশের সময় : 2018-08-29 21:26:16 | প্রকাশক : Admin
�এক অন্যরকম ভালোবাসা

সিমেক ডেস্কঃ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য একটি উদাহরণ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বান্না গ্রাম। গ্রামটি উপজেলার সন্ধ্যা নদীর পার্শ্ববর্তী গুঠিয়া ইউনিয়নে অবস্থিত। এ গ্রামে কোনো পরিবার কোরবানি না দিতে পারলেও তার বাসায় পৌঁছে যায় কোরবানির পশুর মাংস। এ গ্রামে যারা কোরবানি দেন, তাদের ওই কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ রাখা হয় সামাজিক ভাগ হিসেবে। সংগ্রহকৃত মাংস এক জায়গায় সংগ্রহ করে তা বণ্টন করা হয় পুরো গ্রামবাসীর মাঝে।

রহমত মল্লিক নামে ওই গ্রামের এক বাসিন্দা জানান, এ গ্রামে তিনশ’ পরিবারের বসবাস রয়েছে। এবারে কোরবানি দিয়েছেন ১৪০টি পরিবার। যারা কোরবানি দিয়ে থাকেন তাদের পশুর মাংস তিনটি ভাগ করা হয়। তার মধ্যে একটি থাকে সামাজিক ভাগ। সেই ভাগের মাংস বান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়ো করা হয়। যারা পারেন তারা তো কোরবানির পশুর মাংস দিয়ে যান, আর যারা দিয়ে যেতে না পারেন তাদের কোরবানির মাংস স্বেচ্ছাসেবকরা নিয়ে এসে এই বিদ্যালয়ের সামনে জড়ো করেন। তারপর পুরো গ্রামজুড়ে যারা কোরবানি দিতে পারেননি তাদের মাঝে বণ্টন করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com