রাজশাহীর স্বপ্নের হাইটেক পার্কে কর্মচঞ্চলতা

প্রকাশের সময় : 2022-08-31 15:54:28 | প্রকাশক : Administration
রাজশাহীর স্বপ্নের হাইটেক পার্কে কর্মচঞ্চলতা

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের পুরো অবকাঠামো এখনও শেষ হয়নি। এরইমধ্যে তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। বর্তমানে প্রায় ৪০০ তরুণ-তরুণী এই হাইটেক পার্কের ১৭টি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ প্রকল্প পুরো বাস্তবায়ন হলে এখানে কর্মসংস্থান হবে ১৪ হাজার তরুণ-তরুণীর।

ইতোমধ্যে এখানে বসে কেউ সফটওয়্যার ডেভেলপ করছেন, কেউ বাইরের দেশের চাহিদামতো ফাইল নিয়ে কাজ করছেন। কেউবা আবার এখানে বসেই বিশ্বের নামীদামী সাইট রক্ষণাবেক্ষণের কাজ করেন। আর তাই পুরোপুরি কাজ শেষ না হলেও কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজশাহীর স্বপ্নের হাইটেক পার্ক। রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণে ২৮১ কোটি ১৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয় ২০১৬ সালে।

পরের বছরের ১৮ জুলাই রাজশাহী মহানগরী বুলনপুর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর এর নির্মাণকাজ শুরু হয়। পার্কের প্রধান দুই অংশের মধ্যে শেখ কামাল আইটি ইনকিউবেশন এ্যান্ড ট্রেনিং সেন্টারের কাজ শেষ হয়েছে গত বছর। এখানেই ১০টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দ করা হয় তাদের কাজ শুরু করার জন্য। এরপর জয় সিলিকন টাওয়ারেও স্পেস বরাদ্দ শুরু হয়েছে। সেখানে ৭টি প্রতিষ্ঠান ইতোমধ্যে স্পেস বরাদ্দ পেয়েছে। সব মিলিয়ে কাজ শুরু করছে ১৭টি প্রতিষ্ঠান।

রাজশাহী হাইটেক পার্কে মোবাইল গেমস এবং অন্যান্য সফটওয়্যার সেবা দিতে কাজ করছে ‘টেক রাজশাহী’ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এখন ১৪২ কর্মী আছে। এর মধ্যে হাইটেক পার্কে ২৮ জন কাজ করছেন। এমডি ইনফোটেক একটি দ্রুত বর্ধনশীল আউটসোর্সিং ফার্ম। এটি দেশের গন্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। গেল ৪ বছরে এই প্রতিষ্ঠানটি ৬০০-এর বেশি কর্মসংস্থান তৈরি করেছে।

ভবিষ্যত উদ্ভাবন করতে সহায়তা করি এই স্লোগানকে ধারণ করে বিশেষত তরুণদের ভবিষ্যত নির্মাণকে নিশ্চিত করার প্রত্যয়ে কাজ শুরু করেছি। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, আইটি সল্যুউশন, ই-কমার্স ডেভেলপমেন্ট, কন্টেন্ট তৈরি, প্রাইভেট লেবেল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এসএম ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছে।

শীর্ষ দুটি ই-কমার্স মার্কেটপ্লেস এ্যামাজন ও ওয়ালমার্টের স্টোর পরিচালনা প্রতিষ্ঠানটির সেবাগুলোর অন্যতম। এছাড়াও রোবোটিক্স টেকনোলজি, এআই সমাধান এবং পরিষেবা নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রাজশাহী হাইটেক পার্কের দুটি ভাগ আছে। জয় সিলিকন টাওয়ার ও শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন ভবন।

এই দুই ভবনের মধ্য জয় সিলিকন টাওয়ারের কাজ শেষ হয়েছে। সেখানে ৯টি প্রতিষ্ঠান এখন কাজও করছে। সব মিলিয়ে প্রায় ৪০০ জনের কর্মসংস্থান হয়েছে এখানে। তারা কাজ শুরু করেছে। হাইটেক পার্কের পুরো নির্মাণকাজ শেষ হলে অন্তত ১৪ হাজার তরুণ-তরুণী এখানে কাজ করবে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com