সংগ্রহে: ইসমাইল হোসেন
কর্মচারী বোকা হলে যা হয়ঃ
মালিক তার কর্মচারীকে বোকাই জানতেন। আর তাই......
মালিক: আমি বাইরে যাচ্ছি, যদি কোনো ক্রেতা আসে তাহলে বলবি, সোনার মূল্য দ্বিগুণ।
কর্মচারী: ঠিক আছে।
কিছুক্ষণ পর মালিক এলো
মালিক: আমি যেমন বলেছিলাম; তেমন করেছিস তো?
কর্মচারী: হ্যাঁ, এক লোক সোনা বিক্রি করতে এসেছিল। সে ১ ভরি ৪৪ হাজার টাকা চাইল। আমি বললাম, ৮৮ হাজারের চেয়ে এক টাকাও কম দেওয়া সম্ভব না। এই দামে ১০ ভরি কিনে ফেলেছি।
মইয়ের খোঁজে ফায়ার ব্রিগেডে ফোনঃ
টেলিফোনের অপরপ্রান্তে এক তরুণীর কণ্ঠ শোনা গেল......
তরুণী: একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
অপরপ্রান্ত: এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
তরুণী: এটা যে ফায়ার বিগ্রেড অফিস, তা জেনেই আমি ফোন করেছি। আসলে ছেলেটার আরও একটু বড় মই দরকার।
ব্রিজে হাঁটলেও টোল দিতে হবেঃ
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে.....
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!