বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল
বঞ্চনার আবর্তে জাতি রাহুগ্রাসের কবলে
দারিদ্রের নির্মম কষাঘাতে নীরবে অশ্রু ফেলে,
তবুও অধিকারের প্রশ্নে তন্দ্রাচ্ছন্ন,
মেহনতি মানুষের দুমুঠো অন্ন
ঘামঝরা কষ্টে ভাগ্যে জোটে।
বৈষম্যের দুষ্টুচক্রে দুঃসহ জনজীবন,
নয়ছয়ের ভিত্তিতে যা-কিছু বণ্টন
ভৌগলিক সীমানার নিক্তিতে,
নহে ন্যায্য জনসংখ্যানুপাতে।
বাংলার সার্বভৌমত্ব হারিয়ে অস্তিত্ব
অত্যাচারের নির্মম থাবায় ক্ষতবিক্ষত,
দ্বিজাতি তত্ত্বের মন্ত্রে বিভাজনের ষড়যন্ত্রে
সফল বেনিয়া শক্তি শাসন শোষণে,
নিরাশার দীর্ঘশ্বাসে নেই সাড়া জাগরণে
শিকল ভাঙ্গার অভিযাত্রায় শম্বুক গতি,
বাধার প্রাচীর ডিঙ্গাতে চেতনার স্রোতে
পড়েছে ভাটা। দিশেহারা স্থবির জাতি,
হতাশার অমানিশায় কাটেনা আঁধার,
তখনি এলো কৃপা বিধাতার, চেতনার অবতার।
কালের পরিক্রমায় জাতির ক্রান্তিলগ্নে
ঢেউ তোলে জাগরণের ১৮ মিনিটের ভাষণ,
গদ্যময় ছন্দের অগ্নিময় শব্দচয়ন,
চেতনার মৃত-যমুনায় এলো জোয়ার,
শুরু হয় অভিযাত্রা, স্বাধীকারের সংগ্রাম,
নেতৃত্বে মহান পুরুষ শেখ মুজিবের নাম।