আশ্চর্য্য স্ট্র নোংরা পানিকে করবে বিশুদ্ধ
প্রকাশের সময় : 2023-01-04 16:56:57 | প্রকাশক : Administration
পানি বিশুদ্ধ করতে বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের স্ট্র তৈরি করেছেন। এই স্ট্রর সাহায্যে পানিকে এমনকি কাঁদাপানিকেও পানযোগ্য করা যাবে। বিশেষ এই ‘স্ট্র’টির নাম ‘লাইফ স্ট্র’।
পানিদূষণের ভয়াবহতা থেকে মুক্তির লক্ষ্যে বিজ্ঞানীরা তৈরি করেছেন এই ‘স্ট্র’। একেবারে দূষিত পানিও যদি এই স্ট্র দিয়ে পান করা হয়, তাহলে ৯৯.৯ শতাংশ পরজীবী এবং ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়ামুক্ত হবে বলে বিজ্ঞানীদের দাবি। কাঁদাপানিও এই স্ট্র’র মধ্য দিয়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যায়।
লাইফ স্ট্র দিয়ে চার হাজার লিটার পর্যন্ত পানি পরিশোধন করা সম্ভব। ডেনমার্কের মিখেল ফ্রান্ডসেনের প্রধান লক্ষ্য ছিল পানিবাহিত রোগ থেকে আফ্রিকার মানুষের জীবন বাঁচানো।
জানা গেছে, ফ্রান্ডসেনের তৈরি লাইফ স্ট্র গিনির মানুষকে পরজীবী কৃমি থেকে রক্ষা করেছে। এই কৃমি দূষিত পানির মাধ্যমে মানুষের শরীরে গিয়ে প্রাণঘাতী হয়ে ওঠে। আফ্রিকার দেশ থেকে ভয়াবহ এ পরজীবীকে সমূলে উৎপাটন করতে সক্ষম হয়েছে এই লাইফ স্ট্র। - সূত্র: অনলাইন