বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল
দেশপ্রেমের হাতিয়ারে
বজ্রকণ্ঠের আহবানে
দূর্গ গড়ে ঘরে ঘরে
আবাল-বৃদ্ধ-বনিতা
দৃপ্তপায়ে এগিয়ে গেলো
আনতে দেশের স্বাধীনতা।
অত্যাধুনিক মারণাস্ত্রে
সজ্জিত সব হায়ানেরা
বাংলার মাটি দূর্জয় ঘাঁটি
বুঝতে পেরে দিশেহারা।
রণাঙ্গনের বীর সেনারা
রিক্ত মায়ের ভালোবাসায়
সিক্ত-হৃদে শক্ত হাতে
শত্রু ছাউনি গুঁড়িয়ে দিতে
উড়িয়ে দিল ভয় জড়তা।
স্বাধীনতার সুফসলে
কর্মযজ্ঞের কোলাহলে
বইছে ধারা দিন বদলের,
এফসলের ফুল ফুটালে
তোমার স্বপ্নের মাধুরী ঢেলে।
দেশ ভরেছে ঐশ্বর্য্যে
সে-ফসলের প্রাচুর্য্যের
দিক-দিগন্তে সেই বারতা।