জোকস্

প্রকাশের সময় : 2023-02-01 15:06:17 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

ঋণ নিয়ে বিয়ে:

 

ব্যাংক কর্মকর্তাকে বলছেন ফেরদৌস, আমি ৫ লাখ টাকা ঋণ নিতে চাই।

কর্মকর্তা: কি উদ্দেশ্যে ঋণ নেবেন?

ফেরদৌস: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।

কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।

ফেরদৌস: ইশ্! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!

 

প্রেমিকা যখন ব্যাগ আনতে ভুলে যায়:

 

আবির ও তিথির অনেক দিন থেকেই প্রেমের সম্পর্ক। একে অপরকে খুব ভালোভাবেই চিনেছে এতদিনে। একদিন তারা ডেটিংয়ে গেছে। হঠাৎ তিথি বলছে-

 

তিথি: এই শোনো না, আমি আমার পার্সটা ভুলে বাসায় ফেলে এসেছি।

আবির: তাতে সমস্যা কি?

তিথি: কিন্তু এখন আমার দুই হাজার টাকার খুব দরকার।

আবির: কোনো সমস্যা নেই, আমি আছি না! এই নাও ১৫ টাকা।

তিথি: ১৫ টাকা দিয়ে কি করব?

আবির: এটা দিয়ে রিকশায় করে বাসায় গিয়ে পার্সটা নিয়ে এসো!

 

ছেলের বুদ্ধি দেখে বাবা অবাক:

 

বাচ্চা: বাবা আমাদের নতুন প্রতিবেশী খুব গরিব?

বাবা: তুমি জানলে কীভাবে?

বাচ্চা: ওদের ছেলে এক টাকার কয়েন গিলে ফেলেছে, কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে!

 

স্ত্রীর নিশানা একদম ঠিক:

 

স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে বাসন ছুড়েমারে।

জজ: সবে বাসন ছুড়েমারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।

স্বামী: আগে থেকেই

বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?

স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com