৮২ বছরে জেলে থেকে মেট্রিক পাশ!
প্রকাশের সময় : 2023-02-15 15:39:59 | প্রকাশক : Administration
নাম তার ওম প্রকাশ চৌতালা। যিনি ভারতের হরিয়না রাজ্য থেকে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। শিক্ষক নিয়োগ জালিয়াতির দায়ে এখন তিনি জেল খাটছেন। কারাগারে থেকেই ৮২ বছর বয়সে পরীক্ষা দিয়ে পাশও করেছেন সাবেক এই মুখ্যমন্ত্রী।
জানা গেছে, জালিয়াতির মাধ্যমে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ দিয়েছিলেন তিনি। সেই নিয়োগ জালিয়াতির দায়ে কারাদণ্ড হয় ওম প্রকাশের। বর্তমানে দিল্লির তিহার জেলে সাজা খাটছেন তিনি।
শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়া সেই ওম প্রকাশ চৌতালা যে, ১২ ক্লাসের গণ্ডি পার হতে পারেননি এত বছরে সেটাও অজানা ছিল অনেকেরই। আর এ কারণে তিনি ৮২ বছর বয়সে কারাগার থেকে পরীক্ষা দেন এবং পাশও করেন তিনি। হরিয়ানা রাজ্যের চারবারের এই মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও জাঠ নেতা দেবী লালের ছেলে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ওম প্রকাশ চৌতালার ছেলে অভয় চৌতালা জানিয়েছেন, কারাগারে থাকার সময়টাকে ভাল কাজে লাগাতে চেয়েছেন তার বাবা। আর তাই নিয়ম করে প্রতিদিন তিনি কারাগারের লাইব্রেরীতে যান। করাগারের আধিকারীকদের বলে নিজের পছন্দের বইপত্র আনার ব্যবস্থাও করেন তিনি ।
উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে নথিপত্র জাল করে হরিয়ানায় ৩২০৬ শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছিল। উচ্চশিক্ষিত প্রার্থীদের নাম কেটে দিয়ে ঘুষ নিয়ে অন্যকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই মামলাতে ওম প্রকাশ চৌতালা সহ আরও ৫৪ জনকে আদালত দোষী সাব্যস্ত করে। - সূত্র: অনলাইন