হীরার নেকলেস চুরি করল ইঁদুর!

প্রকাশের সময় : 2023-03-01 13:31:25 | প্রকাশক : Administration
হীরার নেকলেস চুরি করল ইঁদুর!

ভারতের কেরালার কাসারগড়ে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে একটি দোকান থেকে হীরার নেকলেস উধাও হওয়ার জন্য একটি ইঁদুর দায়ী। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ইঁদুরের চুরি। ভিডিও ফুটেজে ইঁদুরটিকে দোকান থেকে একটি হীরার নেকলেস সরাতে দেখা যায়। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ভাইরাল হয়েছে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটা নিয়ে মজার মন্তব্য করছেন। ৩০ সেকেন্ডের ভিডিওতে হীরার নেকলেসটি দেখা যায়। কিছুক্ষণ পর শেলফের পাশের এক কোণ থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে ইঁদুরটি হার নিয়ে পালিয়ে যায়।

একজন সিনিয়র পুলিশ অফিসার ভিডিওটি টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'কার জন্য এই ইঁদুরটি হীরার নেকলেস চুরি করতে পারে?' তার পোস্টে একজন মন্তব্য করেছেন, 'অবশ্যই স্ত্রীর জন্য স্যার।'

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'সবার অবস্থা একই... হোক সে স্বামী বা ইঁদুর।' আরেকজন মন্তব্য করেছেন, 'অবশ্যই এটা বউয়ের জন্য নিয়েছে, অনেকদিন ধরেই নজর ছিল।' একজন লিখেছেন, 'মনে হচ্ছে, তার ওপর তার স্ত্রীর অনেক চাপ ছিল।' - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com