দূর মহাকাশে ‘নিষিদ্ধ গ্রহ’
প্রকাশের সময় : 2023-03-15 15:44:57 | প্রকাশক : Administration
পৃথিবী থেকে প্রায় ২৮০ আলোকবর্ষ দূরে একটি ছোট নক্ষত্রকে প্রদক্ষিণ করা অস্বাভাবিক বড় এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে টিওআই ৫২০৫বি। অপ্রত্যাশিত রকম আকারের কারণে একে গবেষকরা বলছেন ‘নিষিদ্ধ গ্রহ’।
টিওআই ৫২০৫বি গ্রহটি আকারে প্রায় আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের সমান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ট্রানজিট এক্সোপানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) ব্যবহার করে গ্রহটি শনাক্ত করেন গবেষকরা। পৃথিবীর মতো কিছু বৈশিষ্ট্য থাকা দূর মহাকাশের গ্রহকে বলা হয় এক্সোপানেট। গত মঙ্গলবার দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়।
টিওআই ৫২০৫ নামের একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে নতুন আবিষ্কৃত গ্রহটি। নক্ষত্রটির আকার ও ভর সূর্যের প্রায় ৪০ শতাংশ। আমাদের নক্ষত্র সূর্যের সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের তুলনায় এর তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি। সাধারণত এমন বামন নক্ষত্র সূর্যের তুলনায় ছোট, শীতল ও বেশি লালই হয়। তবে এই ছোট নক্ষত্রের চারপাশে এত বড় একটি গ্রহ ঘুরতে পারে এমন প্রত্যাশা করেননি বিজ্ঞানীরা।
গবেষণাপত্রের লেখক পিএইচডি গবেষক শুভম কানোড়িয়া এক বিবৃতিতে বলেন, টিওআই নক্ষত্রটি বৃহস্পতি গ্রহের তুলনায় মাত্র চার গুণ বড়। এর পরও বৃহস্পতির সমানই একটি গ্রহ তার চারপাশে ঘুরছে, যা সত্যিই বিস্ময়কর।
নতুন এই গ্রহ আবিষ্কারের ফলে গ্রহের গঠনতত্ত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। মহাকাশে গ্যাস ও ধুলার বিশাল মেঘ থেকে নক্ষত্রের সৃষ্টি হয়। এর অবশিষ্টাংশ নক্ষত্রের চারপাশে ঘুরে যে বিশাল চাকতি তৈরি করে তার মধ্যেই কালক্রমে গ্রহের জন্ম হয়। গবেষক শুভম কানোড়িয়া বলেন, শুরুর দিকে গ্রহের ভিত্তি (কোর) গঠনের জন্য যদি পর্যাপ্ত পাথুরে পদার্থ না থাকে বা শক্ত ভিত তৈরির আগেই চাকতিটি বাষ্পায়িত হয়ে যায়, তাহলে গ্যাসভিত্তিক বিশাল গ্রহের জন্মই হবে না। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও গ্রহটির জন্ম হয়েছে। এখন পর্যন্ত জানা তথ্যের ভিত্তিতে বলা যায়, টিওআই ৫২০৫বির অস্তিত্বই থাকা উচিত নয়। তাই এটি যেন এক ‘নিষিদ্ধ গ্রহ’। - সূত্র: অনলাইন