কোটি টাকায় বিক্রি হলো পুরনো জিন্স!

প্রকাশের সময় : 2023-03-15 15:45:17 | প্রকাশক : Administration
কোটি টাকায় বিক্রি হলো পুরনো জিন্স!

‘বিশ্বের সবচেয়ে পুরনো জিন্স’খুঁজে পাওয়া গেলো একটি জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে ডুবে থাকা ট্রাঙ্কের ভেতরে। তা আবার বিক্রি হলো কোটি টাকায়। বিষয়টা আসলেই অবাক করার মতো।

জানা যায় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা উপকূলে ১৮৫৭ সালে ডুবে যায় জাহাজটি আর সেই জাহাজের ট্রাঙ্কেই মেলে এই জিন্স প্যান্ট। এর আগে এত পুরনো কোনো জিন্স খুঁজে পাওয়া যায়নি।

ইতিহাসবিদ ট্রেসি পানেক বলেছেন, এই জিন্স স্ট্রসের তৈরি নয় এবং আমি বিশ্বাস করি না যে এটি কোনো খনি শ্রমিকের প্যান্ট। এই জিন্স কার তৈরি করা তা নিয়ে বিতর্ক তৈরি হলেও এই প্যান্ট যে ১৮৫৭ সালের ১২ সেপ্টেম্বরের আগে তৈরি করা হয়েছিল তা নিয়ে সবাই নিশ্চিত। কারণ ওই জাহাজটি ওই দিনেই ডুবে গিয়েছিল।

কয়েক জন বিশেষজ্ঞদের মতে, সাদা এই জিন্স যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায়ী লেভি স্ট্রস তৈরি করেছিলেন।

লেভি স্ট্রস ছিলেন বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে সুপরিচিত জিন্স নির্মাতা। যদিও অনেকের মতে এই জিন্স লেভি স্ট্রসের তৈরি করা জিন্স থেকেও পুরনো। কারণ স্ট্রস ১৮৭৩ সালে প্রথম জিন্স তৈরি করেন। সেই সময়ের খনি শ্রমিকদের ব্যবহারের জন্য এই প্যান্ট তৈরি করা হয়। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com