হাত ছাড়াই সাঁতরে তিন পদক জিতলেন এই যুবক

প্রকাশের সময় : 2023-04-12 13:00:25 | প্রকাশক : Administration
হাত ছাড়াই সাঁতরে তিন পদক জিতলেন এই যুবক

দুটো হাত নেই, ছেলেটির সম্বল বলতে দুটো পা। বলতে বড় ভুল হয়ে গেল। সম্বল তার অদম্য মনের জোরও। আর আছে হার-না মানার দৃঢ় মানসিকতা। এসব কিছুকে সম্বল করেই সে ভেসেছিল জলে, আবার। ঘণ্টার পর ঘণ্টা জল চাপড়ে জিইয়ে রাখা ছেলেবেলার সেই স্বপ্ন ছুঁয়ে, আক্ষরিক অর্থেই আজ চ্যাম্পিয়ন বিশ্বাস কে এস। কানাডায় প্যারা অলিম্পিকের সাঁতার থেকে বছর ছাব্বিশের এই যুবক সম্প্রতি নিয়ে এল তিন তিনটে পদক।

ছোটবেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা তাঁর দুটো হাত কেড়ে নিয়েছিল। বিশ্বাস তখন সবে ১০। অকস্মাৎ হাত হারানোর প্রাথমিক ধাক্কা সামলে, ওই কঁচি বয়সেই নতুন করে বাঁচার লড়াই শুরু করে ছেলেটি। তাঁর সেই পরিশ্রমেরই সুফল মিলেছে কানাডায়, প্যারা অলিম্পিকের আসরে।

পদক অবশ্য এ বারেই প্রথম নয়। বিশ্বাস এর আগেও পদক এনেছেন। গত বছরই তো বেলাগাভির প্যারা-সাঁতার থেকে ছেলেটি ঘরে তোলেন তিনটে রুপোর পদক।

জীবনের এত সাফল্যও কিন্তু তাঁকে ভুলতে দেয়নি দুর্ঘটনার স্মৃতি।’আমার বাবা সত্যনারায়ণ মূর্তি ছিলেন কৃষি দপ্তরের কর্মী। কোলারে, আমাদের বাড়ির একাংশে সদ্য প্ল−াস্টার হয়েছিল। সেখানেই জল দিচ্ছিলাম। হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যাই বিদ্যুতের তারে। বাবা আমাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। আমিও ছিলাম কোমায়। একটানা দু-মাস।’বলছিলেন পদকজীয় সাঁতারু। হরি রাখলে, মারে কার সাধ্যি! ছেলেটি কোমা থেকে বেঁচে ফেরেন। কিন্তু, জীবন পেলেও তাঁর দুটো হাত রক্ষা করা যায়নি। সেখানের সব ছেড়ে বিশ্বাসরা চলে যান বেঙ্গালুরুতে। বি কম পাস করে, একটা চাকরিও করছেন।

নিজের খামতি ঢেকে যে ভাবে চ্যাম্পিয়ন করে নিজেকে গড়ে তুলেছেন, তার পর, হাত নেই বলে আজ আর কোনও আক্ষেপ নেই তাঁর। সাঁতারে তাঁর পরিবার সবসময়ই উৎসাহ জুগিয়ে গিয়েছে। কখনও কুং-ফু, কখনও নাচেও মেতেছেন।

প্যারা অলিম্পকে তাঁর এই সাফল্যে ’আস্থা’ও ‘বুক আ স্মাইল’নামে দুটো এনজিও-র অবদান আছে। তাই কৃতজ্ঞতা প্রকাশে এতটুকু কার্পণ্য করেননি। বিশ্বাসের কথায়, আগেও সাঁতার কাটতাম। কিন্তু, ওই দুই এনজিও-ই আমাকে প্রফেশনাল হয়ে উঠতে সাহায্য করে। ওরাই ভালো ট্রেনার খুঁজে দেয়। পরিকাঠামোও তৈরি করে দেয়। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com