টুথব্রাশ দিয়ে দেওয়ালে গর্ত করে জেল থেকে চম্পট

প্রকাশের সময় : 2023-05-03 14:34:54 | প্রকাশক : Administration
টুথব্রাশ দিয়ে দেওয়ালে গর্ত করে জেল থেকে চম্পট

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে কারাগারের দেওয়ালে গর্ত করে পালিয়ে গেছেন দুই বন্দি। সিনেমার গল্পের মতো পালিয়ে লাভ হয়নি ওই দুই কারাবন্দির। পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই একটি রেস্তরাঁয় বসে প্যানকেক খাওয়ার সময় তাদের আবার গ্রেফতার করে পুলিশ।

সংবাদমাধ্যম ‘নিউপোর্ট নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, জেল পালানো ওই দুই আসামির নাম জন গারজা ও আরলি নিমো। সন্ধ্যায় তারা জেল থেকে নিখোঁজ হয়ে যান। তাদের কক্ষ তল্লাশি করে একটি গর্তের খোঁজ পাওয়া যায়। জেল কর্তৃপক্ষের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হলে তারা তল্লাশি অভিযান শুরু করেন। যদিও পুলিশকে বেশি কসরত করতে হয়নি।

ভোরে জেলের কাছেই হ্যাম্পটন শহরের একটি রেস্তরাঁয় খাবার খাওয়ার সময় তাদের আবার গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর ওই দুই আসামি জানান, টুথব্রাশ ও একটি ধাতব বস্তু ব্যবহার করে তারা জেলের ভিতরে ওই গর্ত করেছিলেন। আদালত অবমাননা ও ক্রেডিট কার্ড জালিয়াতির জন্য জেল খাটছেন। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com