যেসব লক্ষণে বোঝা যায় ক্যানসার

প্রকাশের সময় : 2023-05-03 14:43:54 | প্রকাশক : Administration
যেসব লক্ষণে বোঝা যায় ক্যানসার

মরণব্যাধি ক্যানসার রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকে সময় মত চিকিৎসা নিতে পারেন না। তবে প্রাথমিক স্তরে থাকা অবস্থায় লক্ষণ বুঝতে পারলে চিকিৎসায় সুস্থ হওয়া যায় বলে মতামত চিকিৎসদের। অনেকেরই প্রশ্ন, ক্যানসারের উপসর্গ কি? কিভাবে বোঝা যাবে ক্যানসার আছে বা হতে যাচ্ছে।

এ বিষয়ে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ কাজী মুসতাক হোসেন বলেন, প্রথমত কোথায় ক্যানসারের শুরু? আর দ্বিতীয়ত যখন এটা ছড়িয়ে পড়ে। এই অধ্যাপক বলেন, দুই লক্ষণ নিয়ে কাজ করা হয়। বলা যেতে পারে কারো ঘারে বা ব্রেস্টে একটা গোটা বা চাকার মতো হলো। এ ক্ষেত্রে শুরুতে কোনো লক্ষণ বোঝা যাবে না।

একদম প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকবে না। ব্যথা-যন্ত্রণা থাকবে না। এটাই হচ্ছে ক্যানসারের জন্য আতঙ্কের ব্যাপার। তিনি বলেন, ব্যথা থাকলে আক্রান্ত ব্যক্তি কোনো না কোনো চিকিৎসকের কাছে যেতেন। কিন্তু ব্যথাবিহীন গোটা ভয়ের ব্যাপার। সবাই এটা এড়িয়ে যায়। ভাবে, দেখা যাক কী হয়। এমনটা ভাবতে ভাবতেই যখন এটা অন্য জায়গায় ছড়িয়ে যায় তখন ব্যাপক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

ব্রেস্ট ক্যানসার হলে সাধারণত ফুসফুসে, হাড়ে ও ব্রেনে ছড়িয়ে যায়। শুরুতে কোনো সমস্যা দেখা দিবে না। কিন্তু পরবর্তীতে প্রাথমিক লক্ষণগুলো আসবে উল্লেখ করে ডাঃ কাজী মুসতাক বলেন, এমন অবস্থায় ব্রেস্টে আলসার, কোনো ঘা, চামড়া ফুঁটিফুঁটি করে কমলা-লেবুর খোসার মতো হতে পারে। কিছুদিন পরে বগলে গোটা হতে পারে। এভাবে কিছুটা বুঝতে পারা যায়।

এই ক্যানসার ফুসফুসে ছড়িয়ে যাওয়ার পরে কাশি হবে। কাশির সঙ্গে রক্ত আসতে পারে। লিভারে ছড়িয়ে পড়লে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। খাবার হজমে অসুবিধা দেখা দিতে পারে। আবার হাড়ে ছড়িয়ে গেলে অল্প আঘাতেই হাড় ভেঙে যেতে পারে বলে জানান এই অধ্যাপক। বলেন, পরবর্তীতে চিকিৎসার সময় দেখা যায় সেটা কোনো আঘাতজনিত কারণ নয়। ক্যানসারের কারণে হয়েছে। - সূত্র: অনলাইন

 

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com