মিলল সোনামিশ্রিত বিরল পাথরখন্ড

প্রকাশের সময় : 2023-05-17 16:26:46 | প্রকাশক : Administration
মিলল সোনামিশ্রিত বিরল পাথরখন্ড

অস্ট্রেলিয়ার এক সোনার খনিতে বিপুল পরিমাণ সোনামিশ্রিত বিশালাকৃতির বিরল পাথরখন্ড পাওয়া গেছে। ৪ দশমিক ৬ কেজি ওজনের এই পাথরখন্ডে আছে ২৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার (১৬০,০০০ মার্কিন ডলার) মূল্যের সোনা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভিক্টোরিয়ার সোনাখনি থেকে মেটাল ডিটেক্টর ব্যবহার করে ওই পাথরখন্ড খুঁজে পান বলে বিবিসি জানিয়েছে। ভিক্টোরিয়া গোল্ডফিল্ড ছিল ১৮০০ সালে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলনের প্রাণকেন্দ্র।

স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প সোনামিশ্রিত পাথরখন্ডটি কিনে নিয়েছেন। ৪৩ বছরের সোনা ব্যবসার ক্যারিয়ারে দেখা এটিই সবচেয়ে বড় স্বর্ণখন্ড বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি সারাজীবনে এমনটি একবারই খুঁজে পাওয়া গেল।’

ক্যাম্প বলেন, ৪ দশমিক ৬ কেজি পাথরখন্ডটিতে প্রায় ২ দশমিক ৬ কেজি (৮৩ আউন্স) সোনা রয়েছে। সোনার মূল্য হিসাব করার পর তিনি এটি কিনে নেন।

ঘটনার বিবরণ জানিয়ে ড্যারেন কাম্প বলেন, সোনা অনুসন্ধানকারী অনেকেই ভুল করে সোনার মতো দেখতে কিছু পাথর নিয়ে চলে আসে। কিন্তু একটি বড় ব্যাকপ্যাক পরা এক ব্যক্তি যখন আমার সামনে এসে এই বিশাল সোনাখচিত পাথরখন্ড বের করে আমার হাতে দিয়ে বলল, আপনি কি মনে করেন, এর মূল্য ১০,০০০ অস্ট্রেলীয় ডলার হবে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনি এর দাম ১ লাখ অস্ট্রেলীয় ডলার হবে কিনা সেটি জিজ্ঞেস করুন। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com