অস্ট্রেলিয়ায় মাছবৃষ্টি
প্রকাশের সময় : 2023-05-17 16:26:48 | প্রকাশক : Administration
অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে মাছবৃষ্টি হয়েছিল কদিন আগে। ওই অঞ্চলের বাসিন্দাদের কাছে মনে হচ্ছিল, স্বর্গ থেকে যেন এ মাছ পড়ছে। মাছগুলো কিন্তু জীবন্তই ছিল।
উত্তর টেরিটরির তানামি মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত লাজামানুর বাসিন্দারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের সময় এ ঘটনাটি ঘটেছে।
সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্র“জনসন জাপানাঙ্কা এবিসি নিউজকে বলেছেন, ‘আমাদের এলাকার দিকে একটি বড় ঝড় অগ্রসর হতে দেখেছি এবং আমরা ভেবেছিলাম এটি শুধুই বৃষ্টি। কিন্তু বৃষ্টি শুরু হলে আমরা মাছও পড়তে দেখেছি।’
তিনি জানান, মাছগুলো পড়ে যাওয়ার পরেও বেঁচে ছিল এবং এগুলো প্রায় ‘দুই আঙ্গুলের সমান’ছিল। জাপানাঙ্কা বলেন, ‘কেউ কেউ এখনও পানির গর্তের মধ্যে মাছ খুঁজে পাচ্ছেন। শিশুরা সেগুলো তুলে নিয়ে বোতল বা জারে রাখছে।’
অবিশ্বাস্য এই ঘটনা অবশ্য লাজামানুতে এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৪ সালেও এ ধরনের ঘটনা ঘটেছিল। - সূত্র: অনলাইন