কারো জন্য পৃথিবী
নির্মম কারাগার
কারো বুুঝি কত সুখ
তবু হাহাকার।।
কারো আছে টাকার পাহাড়
তবুও আরও চাই
আছে কত স্বপ্ন বিলাস
মিথ্যে বড়াই
নিরাশার অতলে খুঁজে
সুখের মনিহার।।
যা পেয়েছে তা-ই নিয়ে যে
মনে সুখী রয়
সে-ই নাকি পৃথিবীতে
সত্যি সুখী হয়
তবু কেন আরও চাই
কত শতবার।।
Simec News