অতিরিক্ত টমেটো খেলে যত ক্ষতি

প্রকাশের সময় : 2023-08-17 11:24:59 | প্রকাশক : Administration
অতিরিক্ত টমেটো খেলে যত ক্ষতি

অতিরিক্ত টমেটো কিন্তু স্বাস্থ্য-ঝুঁকির কারণ হতে পারে। অবাক হচ্ছেন? অবাক হলেও এটা সত্যি যে অনেক খাবারে টমেটো থাকায় অস্বাভাবিক স্বাস্থ্য-ঝুঁকি দেখা দিতে পারে। যেমন:-

কিডনির রোগে ভুগছেন যারা: যাদের কিডনির রোগ আছে তাদের জন্য টমেটো ভয়াবহ। আরেকটু স্পষ্ট ভাষায় বললে টমেটোতে অক্সালেট নামক এক উপাদান কিডনিতে অক্সালেট পাথর গঠনে প্রভাব রাখে। যাদের কিডনিতে অক্সালেট পাথরের রেকর্ড আছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন টমেটো।

অ্যালার্জি: টমেটোতেও অনেকের অ্যালার্জি থাকা অসঙ্গতিপূর্ণ নয়। এই অ্যালার্জি থাকলে চুলকানি, গাঁটে ব্যথা ও অ্যানাক্সিফেলিস হতে পারে। এই সমস্যা থাকলে টমেটো থাকা কোনো খাবার বাদ দিতে হবে।

ঔষধের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া: এটা খুব সাধারণ নয়। তবে টমেটো ঔষধের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া করতে পারে। কিন্তু সব ঔষধ তো আর হয় না। রক্ত জমাট বাঁধা বা ওয়ারফারিনের মতো রোগের ক্ষেত্রে টমেটো সমস্যা করে। টমেটোতে থাকা ভিটামিন কে একটা সমস্যা। এই ধরনের রোগের ঔষধের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া করে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com