কাঁচামরিচ দীর্ঘদিন সংরক্ষণের উপায়

প্রকাশের সময় : 2023-08-17 11:25:23 | প্রকাশক : Administration
কাঁচামরিচ দীর্ঘদিন সংরক্ষণের উপায়

নানা কারণে কাঁচামরিচের দাম বেড়ে যেতে পারে। অনেকে বাজারে দামের কথা ভেবে অনেক কাঁচামরিচ কিনে আনেন। কিন্তু মরিচ সংরক্ষণের সঠিক পদ্ধতি না জানলে মরিচ নষ্ট হয়ে যেতে পারে। তাই চলুন জেনে নেই কিছু ঘরোয়া পদ্ধতি:

বোটা ছিঁড়ে রাখুন: মরিচ বাড়িতে এনে প্রথমে বোটা ফেলে দিন। মূলত বোটা থেকে পচন ধরে অনেক সময়। বোটা ছিঁড়ে একটা এয়ারটাইট বাক্সে ভরে রাখুন কাঁচামরিচ।

চেন টানা ছোট ব্যাগ: ফ্রিজের ভেতর রাখলে চেন টানা প্ল্যাস্টিকের ব্যাগে বোটা ছিঁড়ে সংরক্ষণ করলে দুই সপ্তাহ তাজা থাকবে মরিচ।

অ্যালুমিনিয়াম ফয়েল: কাঁচামরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখতে পারেন। পেপারে বোঁটা ছাড়ানো মরিচ রাখুন। দুই প্রান্ত ভালো করে মুড়িয়ে দিন। এরপর ফ্রিজে রেখে দিন। ৪/৫ ঘণ্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে আবার রেখে দিন ফ্রিজে। এভাবে রাখলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো থাকবে।

মরিচ বেশি কিনবেন ভালো কথা। তবে প্রয়োজনের তুলনায় বেশি কেনা ঠিক নয়। অন্তত দুই সপ্তাহের ব্যবহারের কথা মাথায় রেখে কিনুন। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com