তুমি ঝরে গেলে

প্রকাশের সময় : 2023-09-14 13:36:30 | প্রকাশক :
তুমি ঝরে গেলে

তুমি ঝরে গেলে

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

হে জনদরদী, তুমি এলে,

বন্ধু হয়ে সবাইকে জয় করলে

সুবাস ছড়িয়ে এক গোলাপের মত

বেলা না ফুরাতেই ঝরে গেলে।

 

পরিপূর্ণ সুরভী জাতি তখনও পায়নি

সৌভাগ্যের কুসুমকলি, কাটিয়ে সকল বাধা

প্রস্ফুটিত হতে সময়ের প্রতীক্ষায়

বাংলার বুকে ছড়াতে অমিয় সুধা।

 

যে গোলাপ নিজেরে বিলিয়ে

উজাড় করে, সেও নহে শত্রুহীন,

সত্যটি জেনেও তুমি করেছো অবহেলা,

নিচ্ছিদ্র নিরাপত্তার প্রয়োজন ভাবনি কোনদিন।

 

শত্রু বা অমানুষ না ভেবে

ভালবেসে যাদের করেছো আলিঙ্গন,

বন্ধুর ছলে বিষধর সর্প হয়ে

তারাই তোমায় করেছে দংশন।

 

মানব নামের এসব দানব

সত্যি মানুষ হলে পরে

ফুলের মত মানুষ ভবে

এভাবে আর যাবে না ঝরে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com