পৃথিবীর দূষণমুক্ত একমাত্র দেশ

প্রকাশের সময় : 2018-12-19 10:34:36 | প্রকাশক : Admin
�পৃথিবীর দূষণমুক্ত একমাত্র দেশ

সিমেক ডেস্কঃ পৃথিবীর একমাত্র দূষণমুক্ত দেশ ভুটান। এই দেশটাকে বিশ্বের দূষণ বিরোধী দেশ মুখে বললেও কম বলা হবে। রাজতন্ত্রের এই দেশে রাজপুত্র জন্ম নিলে লাখেরও বেশি নতুন গাছের চারা রোপণ করে উৎসব পালন করা হয়। ভুটানই হলো বিশ্বের একমাত্র কার্বন শূন্য দেশ।

কার্বন খরচ করে না বলে ভুটানে যে উন্নয়ন হয়নি, তা কিন্তু নয়। ভুটান একেবারে উজ্জ্বল ব্যতিক্রম হয়ে প্রমাণ করছে ইচ্ছা থাকলে ঠিক উপায় হয়।

ভুটান আর্থিক দিক থেকে দুর্বল হলেও, তারা নিজেদের মত করে উন্নয়ন করে চলেছে। বেইজিংয়ের রাস্তায় মানুষ বের হলে যখন চোখ দিয়ে জল পড়ে অসুস্থ হয়ে পড়তে হয়, ধোঁয়ায় দেখাই যায় না সিওলের রাস্তা। দিল্লির দূষণ থেকে বাঁচতে মুখ ঢাকতে হয়। তখন থিম্পুর রাস্তায় মানুষ শ্বাস নেয় প্রাণভরে। উন্নয়ন মানে শুধু দূষণ নয়। উন্নয়নের বিকল্প এক পন্থা দেখাচ্ছে ভুটান।

এই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এত কথা হয়; ওবামা থেকে পুতিন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা পরিবেশ নিয়ে কত বড় বড় ভাষণ দেন। কিন্তু বাস্তবে দেখা যায় কার্বনের ফোয়ারে ছুটিয়ে তারাই বিশ্বকে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে ঠেলে দিচ্ছে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com