বর্জ্য থেকে বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ

প্রকাশের সময় : 2019-01-19 11:53:34 | প্রকাশক : Admin
বর্জ্য থেকে বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ

শাহীন চৌধুরীঃ দেশে প্রথম বারের মত বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এজন্য ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্র স্থাপনের লক্ষ্যে চাসিকের সঙ্গে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিউবো) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অতি সম্প্রতি করপোরেশনের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি মেয়র বলেন, প্রকল্পের উৎপাদিত বিদ্যুত কিনবে বিউবো। করপোরেশন বিনা মূল্যে তাদের জায়গা দেবে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল নগরবাসীকে ক্লিন ও গ্রিন সিটি উপহার দেওয়া। তাই আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করে পরিবেশবান্ধব নগর গড়তে বিদ্যুত প্ল্যান্ট স্থাপনের এই উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র জানায়, বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হলে চট্টগ্রাম অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুত ঘাটতি দূর হবে। প্ল্যান্টের স্থান নির্ধারণ টেন্ডার প্রক্রিয়াসহ আরো দুটি চুক্তি স্বাক্ষরের পর বিদ্যুত উৎপাদনে যেতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।

চুক্তির শর্ত অনুযায়ী চসিক বিনা মূল্যে জায়গা দেবে। প্রতিদিন আড়াই হাজার মেট্রিক টন বর্জ্য সংগ্রহ থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা যাবে। বিনা মূল্যে বিদ্যুত প্ল্যান্টে বর্জ্য পৌঁছে দেবে চসিক। সংশ্লিষ্টরা মনে করেন, বিদ্যুত উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠলে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে এবং পরিবেশ উন্নয়নের পাশাপাশি পূরণ হবে নগরবাসীর বিদ্যুত চাহিদা।

এ প্রসঙ্গে বিপিডিবি’র পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদনের আরও পরিকল্পনা আমাদের রয়েছে। উল্লেখিত প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনের বর্জ্যকে কাজে লাগানো হবে। এতে একদিকে যেমন নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে তেমনই আমাদের বিদ্যুৎ উৎপাদনও বেড়ে য়াবে।  -আমাদের অর্থনীতি

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com