আইনজীবী হলেন স্বামীর আঘাতে দৃষ্টি হারানো রুমানা

প্রকাশের সময় : 2019-01-19 11:53:57 | প্রকাশক : Admin
আইনজীবী হলেন স্বামীর আঘাতে দৃষ্টি হারানো রুমানা

সিমেক ডেস্কঃ দৃষ্টি হারানো রুমানা-আইনজীবী হয়েছেন। ২০১১ সালে স্বামীর আঘাতে অন্ধত্বের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক রুমানা মঞ্জুর। ২০১১ সালে অন্ধত্বের শিকার হওয়ার সময় তিনি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষার্থী ছিলেন। সাত বছর পর আইনজীবী হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন ভয়াবহ পারিবারিক নির্যাতনে দৃষ্টিশক্তি হারানো এই নারী।

সম্প্রতি গণমাধ্যম সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা মঞ্জুর তার কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, অন্ধ হওয়ার পর ব্রেইলি পদ্ধতিতে আবারও পড়াশোনা শুরু করেন। ২০১৩ সালে মাস্টার্স শেষ করার পর কানাডার ইউবিসির পিটার এ. অ্যালার্ড স্কুল অব ল’তে পড়াশোনা শুরু করেন রুমানা। বর্তমানে তিনি জুনিয়র পরামর্শক হিসাবে কাজ শুরু করেছেন কানাডায় বিচার বিভাগের আদিবাসী আইন বিভাগে।

রুমানা মঞ্জুর জানান, কোনো অলস জীবন নয়, বরং একটি অর্থবহ জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। তাই দুঃখ না করে কিছু একটা করতে চেয়েছেন। আর সে লক্ষেই নিজেকে একজন ভালো আইনজীবী হিসেবে গড়ে তুলতে চান তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে কানাডা থেকে ছুটিতে দেশে এসে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন রুমানা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com