কবিতা-৩৭
প্রকাশের সময় : 2019-01-31 13:17:50 | প্রকাশক : Admin
কেন চলে যায়
মোঃ আখতার হোসেন মন্ডল
পৃথিবী যদি মানুষের লাগি
গড়েছো গো সাঁই
মানুষ কেন চলে যায়!
আলো বিনে আঁধার যদি
নাইবা কাটে হায়
প্রদীপ কেন নিভে যায়!
পুস্পরাজি ফোটে যদি
গন্ধ দেবে নিরবধি
নিশিভরে জেগে থাকে
ঝরে যায় আলোর ডাকে
তীর যদি ধরেই পানি
ঢেউয়ে ঢেউয়ে হানাহানি
তীর কেন ভেঙ্গে যায়!
সৃষ্টিকুলের সেরা আমি
সবই যদি আমার লাগি
আসা-যাওয়ার খেলা শেষে
জীবন যদি আর না আসে
দুঃখ কেন দিলে ভবে!
আশায় আশায় সূর্য ডুবে
জীবন কেন থেমে যায়!