মোঃ আখতার হোসেন মন্ডল
ফুলে ফলে ভরিয়ে দেশ
আনবো বিত্তধন
এসো সবাই গাছ লাগাই
করি বনায়ন
সোনার দেশের উর্বর মাটি
করি সংরক্ষণ।
পাখ-পাখালী জীব জন্তু ‘র,
অভয় আশ্রয়স্থল
ছায়া মায়া অক্সিজেনের
সবুজ ধরাতল।
বৃক্ষহীনে হয় মরুময়
ভাগ্যের নির্বাসন।
একটি চারা তোমার হাতে
যখন কেয়ামত হয়,
তখনও যদি লাগাও সেটি
তাও পূণ্যময়।
বিশ্ব নবীর অমর বাণী
রাখিও স্বরণ।
পরিবেশের ভারসাম্য
বাঁচাও বিলক্ষণ,
অকারণে কোন গাছ
কইরোনা নিধন।
একটি কাটলে দুটি চারা
করিও রোপন।
Simec News