আজ থেকে পল্লবীতে থামবে মেট্রো রেল, চলবে নতুন সময়সূচিতে

প্রকাশের সময় : 2023-01-25 09:58:50 | প্রকাশক : Administration
আজ থেকে পল্লবীতে থামবে মেট্রো রেল, চলবে নতুন সময়সূচিতে

আজ থেকে পল্লবীতে থামবে মেট্রো রেল, চলবে নতুন সময়সূচিতে

রাজধানীর উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের পর এবার পল্লবী স্টেশনেও থামবে মেট্রো রেল। আজ বুধবার থেকে নিয়মিত এই তিন স্টেশনে দাঁড়াবে মেট্রো রেল। এখন থেকে যাত্রীরা পল্লবী স্টেশনেও টিকিট কেটে উঠতে ও নামতে পারবে। সঙ্গে যুক্ত হচ্ছে নতুন সময়। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলবে। তবে স্টেশনে ঢোকা যাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত।

মেট্রো রেল ব্যবস্থাপনা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মেট্রো রেলে বর্তমানে প্রতি ট্রিপে ২০০ জন যাত্রী চলাচল করলেও যাত্রীসংখ্যার ওপর বিধি-নিষেধ উঠে যাচ্ছে। এর আগে মেট্রো রেল উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলেছে কোনো স্টপেজ ছাড়াই।

গত ২৮ ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন থেকে মেট্রো রেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখন নিয়মিত চলছে। 

ডিএমটিসিএল জানিয়েছে, আগামী ২৬ মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রেলের সব স্টেশন চালু করা হবে। এই সময়ে মানুষ মেট্রো রেলে অভ্যস্ত হয়ে যাবে। এই পথে মোট ৯টি স্টেশন আছে। মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই বছরের ডিসেম্বরে চালু হবে এবং কমলাপুর পর্যন্ত ২০২৪ সালে চালু হতে পারে।

রাজধানীর যানজট কমাতে মেট্রো রেলের নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং পাঁচ হাজার ৩৯০ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। তবে ডিপিপির দ্বিতীয় সংশোধন প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা। -সুত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com