• প্রচ্ছদ
  • মুক্তমঞ্চ
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য সেবা
  • ভিন্ন খবর
  • বিনোদন
  • সমাজ দর্পণ
  • শেষ পাতা
পদ্মা সেতুর গল্প, যা সেতুর চেয়েও বড়

মিনহাজুল আবেদীন: পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ডঃ মালিকা-ই-আবিদা খাত্তাক সে দেশের সর্বাধিক প্রচারিত ‘ডেইলি টাইমস’ পত্রিকার এক নিবন্ধে লিখেছেন, বাংলাদেশের বহুল প্রত্য ......

আনন্দে ভাসছে দক্ষিণের মানুষ

আহসান হাবিব: পদ্মার ঢেউরে, মোর শূন্য হৃদয় পদ্মা নিয়ে যা যারে- এই গানটি রচনা করেছেন কবি কাজী নজরুল ইসলাম। গানটি পদ্মা নদীকে ঘিরেই রচিত হয়েছে। কারণ কবি পদ্মা নদীকে খুব ভালোবাসতেন। পদ্মা নদীকে কবি স্বপ্নে দেখতেন। তেমনি মানুষও পদ্মা নদীকে নিয়ে স্বপ্ন দেখেন। তারা স্বপ্ন দেখতে পছন্দ করে। আমরা অনেকেই মনে করি, স্বপ্ন মানেই একটি নিছক কল্পনামাত্র।

কিন্তু আসলে তা নয়; স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। মানুষ তার স্বপ্নের মাঝেই বড় হয়। স্বপ্ন আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় ও মজার একটি দিক। এই স্বপ্নকে কেউ বাস্তবে রূপান্তরিত করতে পারে আবার কেউ ব্যর্থ হয়ে অগোছালো জীবন শুরু করে। বাইবেলে একটি কথা আছে যে, He who liveth, he who beliveth, shall never die. অর্থাৎ যে বিশ্বাস করে সে-ই বেঁচে থাকে। এই বিশ্বাস এবং কাজের মধ্যে যে ডুবে যেতে পেরেছে তাকে কোনো দুঃখ, মালিন্য স্পর্শ করতে পারে না ....

পদ্মা সেতুর বলি আবুল হোসেন কোথায় আছেন

কৌশিক রায়: সৈয়দ আবুল হোসেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দায়িত্ব পান যোগাযোগ মন্ত্রণালয়ের। পদ্মা সেতু প্রকল্পের শুরুর কাজটি তার হাত দিয়েই হয়। কিন্তু অনাকাঙ্খিতভাবে ঋণদাতা গোষ্ঠী বিশ্বব্যাংকের অমূলক অভিযোগে শেষ পর্যন্ত পরিবর্তন আসে মন্ত্রণালয়ের দায়িত্বে। ঋণ দেওয়া থেকে বিরত থাকে বিশ্বব্যাংক। তবে বিশ্বব্যাংক সরে গেলেও থেমে থাকেনি সেতু নির্মাণ প্রকল্প।

জাতীয় ও আর্ন্তজাতিক বিতর্ক ও সমালোচনার মুখে ২০১২ সালে প্রথমে মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ান আবুল হোসেন। তবে বরাবরই তার দাবি ছিল তিনি ষড়যন্ত্রের শিকার। একটা সময় কানাডার আদালতেও প্রমাণ হয় সৈয়দ আবুল হোসেনসহ অন্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল সেগুলো সত্য নয়।

এগারো বছর আগে দেশের মানুষের ‘স্বপ্ন স ......

‘সততা ছিলো বলেই চ্যালেঞ্জ নিতে পেরেছি’

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে জয়ী হয়ে সরকার গঠন করার পর আমরা সেটা ভুলে যাই না। প্রতিবার বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করি।

তিনি বলেন, আমরা তৃণমূল থেকে উন্নয়ন করেছি। আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল। সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি, নিজের অর্থে সেই সেতু করেছি। কানাডার কোর্ট রায়ে বলেছে সব অভিযোগ ভুয়া ও মিথ্যা। ডঃ ইউনুস এটা করেছে শুধু গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য।

তিনি আরও বলেন, ৭১ বছর বয়স পর্যন্ত ডঃ ইউনূস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছেন। এ নিয়ে মামল ......

যেভাবে তিনি নায়ক রাজ হয়ে উঠলেন

চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাসে তিনি যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটা বিরল। ১৯৬০'র দশক থেকে শুরু করে প্রায় তিন দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সাথে টিকে ছিলেন নায়ক রাজ্জাক। তার আসল নাম আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায়। ১৯৬৪ সালে শরণার্থী হয়ে ঢাকায় আসেন। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। দু'একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি বেহুলা। সেই থেকে শুরু।

রাজ্জাকের সাথে এক সময় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন নায়ক ফারুক। বয়সের বিবেচনায় রাজ্জাক ফারুকের সিনিয়র হলেও চলচ্চিত্রে তারা অনেকটা সমসাময়িক ছিলেন।

ফারুক বলছিলেন, বাংলা চলচ্চিত্রে খ্যাতিমান পরিচ ......

হজ্ব শুদ্ধ হওয়ার শর্ত

হজ্ব শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে, যা পূরণ না করলে শরিয়তের দৃষ্টিতে হজ্ব শুদ্ধ হয় না। শর্তগুলো হচ্ছে:-

হজ্বের নিয়ত করা: আর হজ্বের নিয়ত করার বাহ্যিক পদক্ষেপ হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা ছাড়া কারো হজ্ব আদায় করা শুদ্ধ হবে না। (বুখারি, হাদিস : ১)

ইহরাম বাঁধার নিয়ম: মিকাত (শরিয়ত কর্তৃক নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে ইহরাম বাঁধবে এবং তালবিয়া পাঠ করার মাধ্যমে হজ্বের নিয়ত করবে।

পুরুষরা ইহরামের সময় সেলাই করা কাপড় খুলে সেলাইবিহীন কাপড় পরিধান করবে। (বুখারি, হাদিস: ১৭০৭)

আর নারীরা স্বাভাবিক কাপড় পরবে। তবে নিকাব বা এমন কোনো কাপড় যা চেহারার সঙ্গে লেগে থাকতে তা পরিধান করবে না।

তালবিয়া: তালবিয়া বিশেষ দোয়া বা তাসবিহ, যা ইহরাম বাঁধার সময় থেকে হজ্ব আদায়ের বিভিন্ন পর্যায়ে পাঠ করা হয়; তা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা- ......

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com

© Copyright 2022 - simecnews.com
প্রচ্ছদ মুক্তমঞ্চ সম্পাদকীয় স্বাস্থ্য সেবা ভিন্ন খবর বিনোদন সমাজ দর্পণ শেষ পাতা